আমাদের কার্যক্রম

মাসিক খাদ্যদ্রব্য বিতরণ

বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ যেসকল পরিবারে আয় উপার্জন করার মতো কোনো পুরুষ মানুষ নেই সেই সকল পরিবারকে ১ মাসের খাবার প্রদান করা হয় নিয়মিত।

এতিমদের লালন-পালন ও শিক্ষাদান

বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম শিশুদের দায়িত্বভার গ্রহণ এবং তাদের ভরণ-পোষণ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার যাবতীয় দায়িত্ব ফাউন্ডেশন পালন করে থাকে।

শীতবস্ত্র বিতরণ

ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে বন্ধু মহল ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’।

ইফতার ও রমাদান ফুড বিতরণ

ইফতার ও রামাদান ফুড বিতরণ বন্ধু মহল ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির একটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামযান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। এসময় দেশের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বন্ধু মহল ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে প্রতি বছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।

সবার জন্য কুরবানী

সবার জন্য কুরবানী বন্ধু মহল ফাউন্ডেশনের মানবসেবামূলক নিয়মিত কার্যক্রমের অংশ। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশন দীনদার ধনীদের পক্ষ থেকে গরিব জনগোষ্ঠীর মধ্যে কুরবানী কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অসহায় গরিব শিক্ষার্থীদের পড়ালেখা করতে সাহায্য সহযোগিতা করা
  • রোজাদারকে ইফতারি করানো  ও ঈদে গরিবদের মাঝে খাবার বিতরন করা
  • বন্ধুদের মধ্যে কেউ বিপদে পড়লে /অসুস্থ হলে তাঁকে সাহায্য সহযোগিতা করা
  • বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ওষুধ বিতরণ করা
  • মসজিদ মাদ্রাসায় সযোগিতা করা
  • বন্যায় কবলিত মানুশের সাহায্য করা
  • মৃত ব্যক্তিকে দাফন কার্য সম্পাদন করা
  • বৃদ্ধ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এবং ওষুধ খাবারের ব্যবস্থা করে দেওয়া